শুভায়ুর রহমান, নাকাশিপাড়া:- ২০১৯ সালের শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন নদিয়ার ধুবুলিয়া দেশবন্ধু হাইস্কুলের প্রধান শিক্ষক ডঃ হায়দার আলি বিশ্বাস(৫৯)। ২৯ আগষ্ট শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে। জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার গ্রহণ করবেন। শিক্ষক হায়দার আলি সাহেবের বাড়ি জেলারই নাকাশিপাড়া থানার সুকপুকুর গ্রামে। তবে বর্তমানে তিনি কৃষ্ণনগরে বসবাস করেন। ১৯৮৭ সালে তিনি ধুবুলিয়া দেশবন্ধু হাইস্কুলে অঙ্কের সহ শিক্ষক হিসাবে যোগ দেন। হায়দার আলি সাহেব জানান, এমএসসি কমপ্লিট করার পর পিএইচডি করি। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে আমার থিসিস প্রকাশিত হয়েছে। বিশ্বের ১২টি শিক্ষা বিষয়ক কাজে যোগ দিয়েছি। তাছাড়া ওই দেশে শিক্ষা ব্যবস্থা দেখেছি যা আজ আমার স্কুলে কাজে লাগাই। পিছিয়ে পড়া একটি এলাকা থেকে স্কুলকে মানোন্নয়নে নিয়ে গেছি। চেষ্টা করেছি ভাল শিক্ষা দান দেওয়ার বলে তিনি জানান। তিনি বলেন, স্কুল পরিচালনার পাশাপাশি তিনি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস পর্যন্ত নিই। সব কিছুই সামলে নিই।' রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন এই খবরে হায়দার আলি বিশ্বাস খুশি।
একটি মন্তব্য পোস্ট করুন