পারিজাত মোল্লা:- এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে। এক মাঝ বয়সি মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা আউসগ্রাম এর গুসকরা। বৃহস্পতিবার সকালে রেলশহর গুসকরা ১৬ নম্বর ওয়ার্ডের ধারাপাড়ায় এক অজ্ঞাত লাশ উদ্ধারে চাঞ্চল্য দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে ধারাপাড়ার মাঠে খেতমজুরের কাজ করতে যাওয়া কয়েকজন দেখতে পান এক মহিলার মৃতদেহ পড়ে আছে। এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের পরিচয় জানার জন্য এলাকার বহু মানুষ সেখানে ভিড় জমায়। খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহটি বর্ধমান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সুত্রে প্রকাশ, মৃতদেহের পাশে পড়ে থাকা একটি কিটনাশোকের খালি বোতল উদ্ধার হয়েছে। মৃতের পড়নে ছিল শাড়ি, হাতে শাঁখা, মাথায় সিঁদুর। আনুমানিক ৩৬ বছর বয়সী। তবে এদিন বিকেল পর্যন্ত মৃতের কোন পরিচয় জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে ঠিক কি কারনে মৃত্যু ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। কিভাবে এক অজ্ঞাত ব্যক্তি এই এলাকাকে আত্মহত্যার জন্য বেছে নিল তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে। ঠিক তেমনি এটি পরিকল্পিত খুন করে লাশ ফেলে দেওয়ার ঘটনা হলেও হতে পারে বলে মনে করছে স্থানীয়রা।
একটি মন্তব্য পোস্ট করুন