মহানগরে ঘোর শ্রাবণের তান্ডব শুরু হল বিকেলবেলায়। বিকেলেই যেন নেমে এল অন্ধকার। তারপরেই শুরু হয়ে গেল প্রবল বূষ্টিপাত।
এমনকি প্রবল বজ্রবিদ্যুৎ সহ বূষ্টিপাতের কারণে ব্যাহত হল বিমান পরিষেবা।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরেই এই প্রবল বূষ্টিপাত।
জল জমে যাওয়ার ফলে যানজটের শিকার হচ্ছে শহরবাসী। আগামী ৪৮ ঘন্টায় আরও প্রবল বূষ্টিপাতের সম্ভাবনা আছে।
একটি মন্তব্য পোস্ট করুন