দেবশ্রী মজুমদার, তারাপীঠ, ২৯ অগাষ্ট: তারাপীঠে এক পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়ালো। ছুটে আসে সিউড়ি বোমস্কোয়াডের একটি দল। তারা ব্যাগটি উদ্ধার করে সিউড়ি নিয়ে চলে গেছে।
এলাকা সূত্রে জানা গেছে, তারাপীঠে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে একটি ব্যাগকে কেউ বা কারা রেখে চলে যায়।
দীর্ঘক্ষণ দাবিদার হীন এই ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশ ব্যাগটিকে বালির বস্তা দিয়ে ঘিরে রাখে।
কিছুক্ষণের মধ্যে সিউড়ি থেকে বোম স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। তারা ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে যায়।
শেষ খবর পাওয়া গেছে, ব্যাগটির মধ্যে সন্দেহ জনক সে রকম কিছু পাওয়া যায়নি। তবে, এব্যাপারে বোম স্কোয়াডের পুরো তদন্ত রিপোর্ট জমা না পড়লে প্রশাসনের বক্তব্য পাওয়া যাবে না, বলে সূত্রের খবর।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে কয়েক লক্ষ ভক্তের সমাগম তারাপীঠে। তার মাঝে এই বোমাত্ঙ্ক ঘিরে বেশ চাঞ্চল্য ছড়ায়। প্রশাসনের তরফে সকলকে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানানো হয়। পাশাপাশি, গুজব না ছড়ানোর জন্য ও আবেদন রাখা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন