প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করা একটি ভিডিয়ো পোস্ট শেয়ার করেছিলেন তামিলনাড়ুর একজন ইঞ্জিনিয়ার কুট্টি সিভা। দু’বছর আগের পোস্ট করা ফেসবুকের সেই ভিডিয়োর ভিত্তিতে গ্রেফতার করা হল ২৯ বছরের এই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারকে। তার বিরুদ্ধে চার্জ দেওয়া হয়েছে দাঙ্গা ছড়ানোয় প্ররোচিত করা। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়ানো– গুজব ছড়ানো– শান্তি ভঙ্গ করা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা সহ বিভিন্ন ধারায়। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর ফেসবুকে শেয়ার করা সেই ভিডিয়োর জন্য তামিলনাড়ু পুলিশ গ্রেফতার করল তাকে। তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন সেখানকার একজন সরকারি আধিকারিক।
একটি মন্তব্য পোস্ট করুন