জামনগর: চোর সন্দেহে মানসিকভাবে ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। গুজরাতের জামনগর জেলার ঘটনা। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
ঘটনার সূত্রপাত রবিবার সকালে। মোতি খাভডি গ্রামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি একটি বাড়ির দেওয়াল টপকে ঢুকে ওই বাড়ির কাঁচও ভেঙে দেয় বলে অভিযোগ। এতেই আশেপাশের কিছু লোক সন্দেহ করে বসে ওই ব্যক্তি হয়তো চোর। এরপরই শুরু হয় কাঠ ও প্লাস্টিকের লাঠি দিয়ে মারধর। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘটনায় অভিযুক্ত ৭ জনের মধ্যে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ১৪৩, ১৪৭, ১৪৮ ও ৩২৩ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়ে তল্লাশি। পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা করছে তদন্তকারীরা। দেশে মব লিঞ্চিং বা গণপিটুনিতে হত্যার ঘটনা ক্রমশই বেড়ে চলেছে।
একটি মন্তব্য পোস্ট করুন