দেশে বেকারত্বের বাড়বাড়ন্তর জন্য উত্তর ভারতের বাসিন্দাদের কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সন্তোষ গাঙ্গোয়ার। তাঁর দাবি, চাকরি পাওয়ার মতো যোগ্যতা উত্তর ভারতীয়দের নেই। ফলে পদগুলি ফাঁকাই পড়ে থাকছে। আর সেজন্যই দেশে বেকারত্ব কমানো যাচ্ছে না। স্বভাবিকভাবেই কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠতে শুরু করেছে, এই ধরনের মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী উত্তর ভারতের নাগরিকদের অপমান করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, কারণ দেশের অর্থনীতি বেহাল হয়ে পড়েছে। মোদি সরকার উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, তা বাস্তবায়িত হয়নি। তাই দেশে বেকারত্বের লাগামছাড়া বৃদ্ধির জন্য সরকারের ভ্রান্ত নীতিকেই কাঠগড়ায় তোলা উচিত ছিল ওই কেন্দ্রীয় মন্ত্রীর।
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও। গাঙ্গোয়ারকে নিশানা করে প্রিয়াঙ্কা বলেন– ‘মন্ত্রীজি আপনাদের সরকার গত ৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। নতুন চাকরির সম্ভাবনা তো তৈরি হয়নি– উল্টে চাকরির যতটুকু বা সুযোগ ছিল তাও অদৃশ্য হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের তৈরি করা আর্থিক মন্দার কারণে। যুব সম্প্রদায় কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে ছিল ভাল কিছু হওয়ার আশায়। এখন আপনার উত্তর ভারতের লোকদের অপমান করে বেকারত্ব সমস্যা থেকে পালাতে চাইছেন। এভাবে চলতে পারে না।’
একটি মন্তব্য পোস্ট করুন