ধনসম্পদ গচ্ছিত থাকছে মুষ্টিমেয় কিছু ধনকুবেরের কাছে।আর ওদিকে দরিদ্র হচ্ছে দরিদ্রতর।সম্প্রতি প্রকাশিত হয়েছে আইআইএফএল ওয়েলথ হুরান ইন্ডিয়া রিচ লিস্ট। সেখানে এই চিত্রই উঠে এসেছে।বরাবরে্র মতো প্রথম স্থান ধরে রেখেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি।তাঁর মোট সম্পদের পরিমাণ ৩,৮০,৭০০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে এস পি হিন্দুজা অ্যান্ড ফ্যামিলি। তাদের মিলিত সম্পত্তির পরিমাণ ১,৮৬,৫০০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন উইপ্রো কর্ণধার আজিম প্রেমজি। তাঁর সম্পদের পরিমাণ ১,১৭,১০০ কোটি টাকা।
তালিকার প্রথম ২৫ জনের সম্পদ ভারতের মোট জিডিপির ১০ শতাংশ।শুধু তাই নয়, দেশের সবচেয়ে বড়লোক ১০ শতাংশ মানুষের হাতে রয়েছে ভারতের মোট সম্পদের ৭৭.৪ শতাংশ। আর এর মধ্যে এক শতাংশ মানুষের হাতেই রয়েছে দেশের মোট সম্পদের ৫১.৫৩ শতাংশ সম্পদ!
তালিকার প্রথম ২৫ জনের সম্পদ ভারতের মোট জিডিপির ১০ শতাংশ।শুধু তাই নয়, দেশের সবচেয়ে বড়লোক ১০ শতাংশ মানুষের হাতে রয়েছে ভারতের মোট সম্পদের ৭৭.৪ শতাংশ। আর এর মধ্যে এক শতাংশ মানুষের হাতেই রয়েছে দেশের মোট সম্পদের ৫১.৫৩ শতাংশ সম্পদ!
একটি মন্তব্য পোস্ট করুন