ঝাড়খন্ডে কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিদ্যুৎ একটা বড় ইস্যু হতে চলেছে। এই মুহুর্তে লোডসেডিং এর ঘটনা ঘটল ধোনির বাড়িতে। এর জেরেই ধোনি পত্নী সাক্ষী ট্যুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করলেন।
ট্যুইটারে সাক্ষী জানালেন, ''রাঁচির লোক রোজ ৪ থেকে ৭ ঘন্টা পাওয়ার কাট বিপর্যয়ের শিকার হন৷ আজ ১৯ সেপ্টেম্বর একটানা পাঁচ ঘন্টা পাওয়ার কাট হয়েছে৷ আজ আবহাওয়া ভালো, কোনও উৎসবও নেই, তবুও পাওয়ার কাট হয়েছে৷ আশা করি আধিকারিকরা বিষয়টির দিকে নজর দেবেন৷''
এই ট্যুইট কি বিধানসভা নির্বাচনের উপর কোনও প্রভাব ফেলতে পারবে! সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র।
একটি মন্তব্য পোস্ট করুন