পারিজাত মোল্লা:- গত শনিবার সকালের দিকে কলকাতার আলিপুর এলাকার উডল্যান্ড নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর প্রাক্তন চেয়ারম্যান সনাতন মুখোপাধ্যায় (৭২)। তিনি হাওড়া সদর লোকসভা আসনে একদা জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন। হাওড়া জেলা আদালতে ফৌজদারি আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন। শুধু হাওড়া জেলা আদালত নয় কলকাতা হাইকোর্টে বিভিন্ন হাই প্রোফাইল মামলায় তাঁকে লড়তে দেখা গেছে। তাঁর বাড়ি হাওড়ার বালি এলাকায়। গত শনিবার সকালে আলিপুরের উডল্যান্ড নার্সিংহোমে সনাতন বাবুর মৃত্যুর খবর পেয়ে শয়ে শয়ে আইনজীবী যান শেষ শ্রদ্ধা জানাতে। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর ভাইস চেয়ারম্যান সির্দ্ধাথ মুখোপাধ্যায়, তৃণমূল লিগ্যাল সেলের রাজ্য চেয়ারম্যান ভাস্কর বৈশ্য, কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী আনসার মন্ডল প্রমুখ তাঁদের সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান। এরপরে উডল্যান্ড নার্সিংহোম থেকে হাজি মহম্মদ মহসিন স্কোয়ারে প্রদেশ কংগ্রেসের অফিসে মরদেহ আনা হয়। সেখানে দলীয় নেতা কর্মীরা তাদের হাওড়া জেলা কংগ্রেসের বর্ষীয়ান আইনজীবী নেতাকে শ্রদ্ধা জানান। প্রদেশ কংগ্রেস অফিস থেকে মরদেহ যায় সিটি সেশন কোর্টে অবস্থিত বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসে। সেখানেও শয়ে শয়ে আইনজীবীরা শ্রদ্ধাজ্ঞাপন করেন। হাওড়া জেলা আদালতে আনা হয় প্রয়াত আইনজীবীর দেহ এরপর মরদেহ প্রয়াত আইনজীবীর পৈতৃক ভিটা হাওড়ার বালি এলাকায় আসে। বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসে একদা চেয়ারম্যানের প্রয়াণ নিয়ে জরুরি কালীন সভা হয়। সর্বসম্মতিক্রমে আগামীকাল অর্থাৎ সোমবার রাজ্যের সমস্ত আদালতে কর্মবিরতি হবে বলে জানানো হয়েছে। বার কাউন্সিল এর পক্ষে সির্দ্ধাথ মুখোপাধ্যায়, ভাস্কর বৈশ্য, আনসার মন্ডল জানিয়েছেন - উনি ক্রিমিনালের আইনজীবী হিসাবে দক্ষ ছিলেন, অন্য আইনজীবীদের আপদে বিপদে সর্বদা পাশে দাড়াতেন।
একটি মন্তব্য পোস্ট করুন