কাশ্মীর ছাড়াও ফিলিস্তিন নিয়ে সরব হয়েছেন
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে এক বক্তৃতা
দিতে গিয়ে এরদোগান বলেন, ইসরাইলের সীমান্ত কোথায়? এটা
কি ১৯৪৮ সালের সীমান্ত,না কি ১৯৬৭ সালের। কিংবা এছাড়া কি কোনও সীমান্ত
রয়েছে তাদের?
তিনি বলেন, ইসরাইলের
ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার কোনও বৈধতা নেই।কাজেই কেবল প্রতিশ্রুতির মধ্যে
সীমাবদ্ধ না থেকে ফিলিস্তিনিদের সমর্থনে আন্তর্জাতিক সম্প্রদায় ও রাষ্ট্রসংঘের
উচিত পদক্ষেপ নেওয়া।
মুসলিম বিশ্বের এই নেতার প্রশ্ন, যদি
তাদের ভূখণ্ডের আওতায় না পড়ে, তবে বিশ্ব সম্প্রদায়ের সামনে অন্যান্য
অধিকৃত ফিলিস্তিনি ভূ-খণ্ডের মতো তারা গোলান মালভূমি ও পশ্চিমতীরের অবৈধ বসতিকে
কীভাবে একীভূত করতে পারে?
একটি মন্তব্য পোস্ট করুন