অ্যাপেল সংস্থার নতুন চমক আইফোন ১১, ২৭ সেপ্টেম্বর থেকে সারা দুনিয়া আইফোন ১১ এর সঙ্গে জুড়তে চলেছে। কিন্তু ভারতে এই ফোনের আকাশছোঁয়া দাম শুনেই নেটিজেনদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
ভারতে ৬৪ জিবি স্টোরেজ আইফোন ১১ এর দাম ৬৪৫০০ টাকা। তবে বিশ্বের সব দেশেই আইফোনের দাম আকাশছোঁয়া নয়। বিশ্বের মধ্যে এমন দেশও আছে যেখানে এই ফোন ভারতের থেকে প্রায় ১৫২০০ টাকা কম দামে পাওয়া যায়।
আসুন জেনে নেওয়া যাক সেই ডিসকাউন্টের তালিকা:
১. আমেরিকা- ভারতের তুলনায় ১৫২০০ টাকা কম,
২. জাপান- ভারতের তুলনায় ১১৫০০ টাকা কম,
৩. হংকং- ভারতের তুলনায় ১০৫০০ টাকা কম,
৪. অস্ট্রেলিয়া- ভারতের তুলনায় ৭৪০০ টাকা কম,
৫. দুবাই- ভারতের তুলনায় ৭৮০০ টাকা কম,
পড়ুন-
একটি মন্তব্য পোস্ট করুন