নবনীড় এর বৃদ্ধাদের নিয়ে দক্ষিণ কলকাতা জুড়ে একাধিক মণ্ডপ ও প্রতিমা দর্শন করেন কলকাতার মহানাগরিক তথা রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মুদিয়ালি,বোসপুকু ,২৫এর পল্লী,৭৪ পল্লী,ত্রিধারাসহ একাধিক মণ্ডপ পরিদর্শন করার পর চেতলা অগ্রনীর মণ্ডপ পরিদর্শনের পর মধ্যাহ্ন ভোজনের করানো হয়। মেয়র ফিরহাদ হাকিম নিজে খাবার পরিবেশন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন