এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ড শাহরুখ খান কন্যা সুহানা খান। সম্প্রতি তিনি অভিনয় করেছেন 'দ্য গ্রে পার্ট অফ ব্লু' নামে একটি শর্ট ফিল্মে। সেই ছবিরই টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই বলিউডের বাদশার কন্যাকে ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। ছবির পরিচালক থিওডোর গিমেনো ছবিটির টিজার শেয়ার করেছেন যাতে সুহানা খান রয়েছেন। তবে চলচ্চিত্র নির্মাতার শেয়ার করা ছবির অংশবিশেষ দেখে ছবিটির প্লট বোঝা মুশকিল। টিজারে কোনও সংলাপও নেই, তবে সুহানা খানের চোখ যেন এই ছবির সমস্ত গল্প তুলে ধরেছে।
একটি মন্তব্য পোস্ট করুন