দলবদল করলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।মঙ্গলবার ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের উপস্থিতিতে দিলীপ ঘোষ তাকে পতাকা তুলে দেন।পা ছুঁয়ে প্রাণাম করতে যান অমিত শাহকে। কিন্তু সব্যসাচীকে পায়ে হাত দিতে দেননি অমিত।বুকে জড়িয়ে নেন।
বিজেপিতে যোগ দিয়েই পুরনো দলকে আক্রমণ করে বসলেন তিনি। বললেন, আগে দেশ, পরে দল, শেষে ব্যক্তি। বাংলা ধীরে ধীরে পাকিস্তানে পরিণত হচ্ছে। তা হওয়া থেকে বাংলাকে আপনি বাঁচান অমিতজি। বাইরের লোক ছুরি মারলে বোঝা যায়, কিন্তু পাশের লোক ছুরি মারলে বোঝা সম্ভব হয় না।
পুরনো কাঁসুন্দি ঘেঁটে বলেন, মুকুলদা আমার বাড়িতে লুচি-আলুরদম খেয়েছিলেন বলে, অনেক কথা হয়েছিল। কিন্তু বাংলার মানুষ আতিথেয়তা দেখাতে ভোলেন না।
নরেন্দ্র মোদি, অমিত শাহের ভূয়সী প্রশংসা করেন তিনি।
বিজেপিতে যোগ দিয়েই পুরনো দলকে আক্রমণ করে বসলেন তিনি। বললেন, আগে দেশ, পরে দল, শেষে ব্যক্তি। বাংলা ধীরে ধীরে পাকিস্তানে পরিণত হচ্ছে। তা হওয়া থেকে বাংলাকে আপনি বাঁচান অমিতজি। বাইরের লোক ছুরি মারলে বোঝা যায়, কিন্তু পাশের লোক ছুরি মারলে বোঝা সম্ভব হয় না।
পুরনো কাঁসুন্দি ঘেঁটে বলেন, মুকুলদা আমার বাড়িতে লুচি-আলুরদম খেয়েছিলেন বলে, অনেক কথা হয়েছিল। কিন্তু বাংলার মানুষ আতিথেয়তা দেখাতে ভোলেন না।
নরেন্দ্র মোদি, অমিত শাহের ভূয়সী প্রশংসা করেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন