সম্প্রতি রাশিয়ার
সেন্ট পিটার্সবার্গে কাস্পিয়ান তীরবর্তী ৫ দেশের নৌবাহিনীর প্রধানদের মধ্যে
সহযোগিতা চুক্তি সই হয়েছে। তাদের মধ্যে তিনদিন ধরে বৈঠক হয়।
বিশ্বের বৃহত্তম
প্রাকৃতিক হ্রদ-কাস্পিয়ানের তীরে ইরান, রাশিয়া, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান ও
আজারবাইজান এই পাঁচটি দেশ অবস্থিত।
এসব দেশের
প্রেসিডেন্টরা সম্প্রতি কাস্পিয়ানের অভ্যন্তরীণ বিষয়ে কোনও বহিঃশক্তিকে নাক গলাতে
দেবেন না বলে অঙ্গীকার নেন। তারা নিজেদের মধ্যে সহযোগিতা রাখবেন বলে চুক্তিবদ্ধ
হন।
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি তাঁর দেশের
পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। অ্যাডমিরাল খানজাদি এ সম্পর্কে বলেন, চুক্তিতে
স্বাক্ষরকারী পাঁচ দেশ সামরিক প্রশিক্ষণ, সামরিক অভিযান, উদ্ধার
ও ত্রাণ তৎপরতা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে পররস্পরকে সহযোগিতা করবে। একই সঙ্গে
কাস্পিয়ান সাগরে যেকোনো ধরনের সামরিক তৎপরতায় এসব দেশ পরস্পরকে সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন