অবশেষে দেখা মিলল প্রাক্তন পুলিশকর্তা রাজীবের। ২৫ দিন পর জনসমক্ষে।এতদিন কোথায় ছিলেন? রাজীবকে প্রশ্ন সাংবাদিকদের। তবে সাংবাদিকরা রাজীবকে প্রশ্ন করলেও তিনি কোনও জবাব দেননি। সিবিআই তন্ন তন্ন করে হোটেল, রিসর্ট, বহুতল এমন কি নার্সিংহোমেও খুঁজেও তাঁকে বের করতে পারেনি। সারদা কেলেঙ্কারিতে নাম জড়ানো আইপিএস রাজীব কুমারের জামিনের আবেদন আদালত মঞ্জুর করতেই এতদিন পর জনসমক্ষে এলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। এদিন আগাম জামিনের প্রক্রিয়া সম্পন্ন করতে আলিপুর আদালতে যান তিনি। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আপাতত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। প্রসঙ্গত, রাজীব কুমারকে কলকাতা হাইকোর্ট আগাম জামিন দিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন