চিন্ময় ভট্টাচার্য
অবশেষে জামিন পেলেন কংগ্রেস মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পুরুলিয়া আদালতে এই কংগ্রেসের মুখপাত্রের জামিন মঞ্জুর হয়েছে। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের জামিন পাওয়াকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এক বিবৃতিতে তিনি বলেছেন, 'সত্যের জয় হল। আমরা প্রথম থেকেই আদালতের ওপর ভরসা রেখেছিলাম। সন্ময়ের ওপর যেভাবে পুলিশের সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করেছিল, তাদের বিরুদ্ধে আইনের পথে দল লড়বে। এর সঙ্গেই রাজ্য সরকারের হাতে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বামপন্থী দলগুলোর সঙ্গে সারারাজ্যে পথে নেমে লড়াই হবে।'
সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকরও। সোশ্যাল সাইটে তিনি টুইট করেছেন, 'আপনার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ সংবিধানের সোনার উপহার এবং এর অসহিষ্ণুতার যে কোনও রূপই গণতন্ত্রের পক্ষে ধ্বংসাত্মক। একে- অপরের সঙ্গে দ্বিমত পোষণ করার শালীন উপায়গুলি শিখি। কাঠামোগত প্রক্রিয়া দ্বারা অসহিষ্ণুতা বেদনাদায়ক উদ্বেগজনক।'
শনিবারই সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে পথে নেমেছিল প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিধায়ক মিলটন রশিদ। পাশাপাশি রবিবার, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদে যুব কংগ্রেসের পক্ষ থেকে শ্রীরামপুর বটতলা মোড়ে পথ অবরোধ করা হয়। অবরোধে আটকে পড়েন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি। এই সময় বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন