গান্ধিজির সংরক্ষিত চিতাভস্ম চুরি হয়ে গেল মধ্যপ্রদেশের সংরক্ষণাগার
থেকে। সম্প্রতি মহাত্মা গান্ধির ১৫০ তম জন্ম বার্ষিকী উদযাপন হয়েছে।
১৯৪৮ সালে নাত্থুরাম গডসের হাতে প্রকাশ্যে খুন
হন গান্ধি। তার পর তার চিতাভস্ম মধ্যপ্রদেশের রেওয়া জেলায় 'বাপু ভবন'-এ সংরক্ষিত
ছিল।পুলিশ জানিয়েছে, চোরেরা তাঁর চিতাভস্ম চুরির পর গান্ধির ছবি দেওয়া একটি
পোস্টারে 'দেশদ্রোহী' কথাটি লিখে পালিয়ে গিয়েছে।
বাপু ভবন সংরক্ষণাগারের কেয়ারটেকার মঙ্গলদীপ
তিওয়ারি বলেন, আমি সকালে ভবনের দরজা খুলে দিয়ে ছিলাম। গান্ধির জন্মবার্ষিকী থাকায়
সেখানে জনমাগম হয়। রাত ১১টা নাগাদ লক্ষ করি গান্ধির চিতাভস্মের পাত্রটি সেখানে নেই
এবং তার পোস্টারটিকেও বিকৃত করা হয়।
স্থানীয় কংগ্রেস নেতা গুরমিত সিং অভিযোগের ভিত্তিতে রেওয়া পুলিশ তদন্ত
শুরু করেছে।তিনি বলেছেন, এই পাগলামি বন্ধ করতেই হবে। আমি রেওয়া পুলিশকে বাপু ভবনে
থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখার আর্জি জানাচ্ছি।
একটি মন্তব্য পোস্ট করুন