নয়া ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে ফিলিস্তিন। দেশটির প্রতিরোধ আন্দোলন '
আল মুকাভিমা আশ শা'বিয়া'র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এর সামরিক শাখা
'নাসের সালাউদ্দিন ব্রিগেড' এই ক্ষেপণাস্ত্রটির উদ্বোধন করে। এটির নাম
'আইকিউ-টুয়েন্টি ফাইভ'।
জানা গিয়েছে, নয়া এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২৫ কিলোমিটার
এবং এটি অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের মুক্তি না
হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্টের 'ডিল অব দ্য সেঞ্চুরি'
ফিলিস্তিনিদের স্বপ্ন ধ্বংসের চক্রান্ত। একই সঙ্গে তারা গাজা অবরোধ প্রত্যাহার না
হাওয়া পর্যন্ত প্রতি শুক্রবার বিক্ষোভ অব্যাহত রাখা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন