নানা ধরনের গাছের পাতার উপর আরবি হরফে লেখা 'আল্লাহ্'। এমনি 'অলৌকিক' ঘটনা দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। মুহূর্তে সেই ছবিগুলো ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে মিমে পরিণত হয়েছে। ওই জেলার মগরাহাটের যুগদিয়া এলাকায় প্রথম দেখা গিয়েছে বলে মনে করা হচ্ছে। এরপর জেলার বিভিন্ন এলাকা থেকে একই ঘটনা চোখে পড়েছে স্থানীয়দের। এ বিষয়ে যুগদিয়ার কিছু বাসিন্দা বলেন, বিকেল সন্ধে নাগাদ তাদের প্রথমে নজরে আসে যে, বিভিন্ন গাছে যেন চুন দিয়ে আরবি হরফে লেখা 'আল্লাহ'। তারপর নেটিজেনরা তার ছবি তুলতে থাকে। তাদেরই মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ঠিক কি কারণে গাছে গাছে এমন দৃশ্য দেখা যাচ্ছে তা এখনো জানা যায়নি।
আপনারাও এরকম গুজব ছড়াচ্ছেন! বাহ্!! মচৎকার
উত্তরমুছুন!!!
দয়া করে এই লিংক এর লেখাটি, কমেন্টগুলোসহ পড়ে নেবেন।
https://m.facebook.com/story.php?story_fbid=2436123136600483&id=100006084613003