পুবের কলম,
ওয়েব ডেস্ক, নিউইয়র্ক: শরীরের পিছনে লেজবিশিষ্ট সারমেয় আমরা সকলেই দেখেছি। কখনও কি
দেখেছেন কুকুরের মাথায় গজিয়েছে লেজ? হ্যাঁ। সম্প্রতি এমনই একটি কুকুর ছানার ছবি
সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পশুদের একটি
সেচ্ছাসেবি সংগঠন ম্যাক মিশনের সদস্যরা ওই কুকুর ছানাকে উদ্ধার করে তাদের হোমে
রাখার ব্যবস্থা করেছে। তার নাম রাখা হয়েছে নারওয়াল।
ম্যাক মিশনের
পশু বিশেষজ্ঞরা জানিয়েছে, প্রচন্ড ঠান্ডা নারওয়ালকে উদ্ধার করা হয়।ঠান্ডার
কারণে তার শরীরের ফ্রস্ট বাইটের আঘাত রয়েছে। তবে নারওয়ালের ওই অতিরিক্ত লেজ
নিয়েও গবেষণা চালিয়েছেন তারা। সেখানে দেখা গিয়েছে, মাথার অভ্যন্তরে শিরার
সঙ্গে ওই লেজটির কোন সংযোগ নেই। এছাড়া লেজটির জন্য নারওয়েলের দৃষ্টিশক্তিতেও কোনও
প্রভাব পড়েনি।ফলে অস্ত্রোপচারের কোনও প্রয়োজন নেই।
তবে ১০ সপ্তাহের
ছোট্ট নারওয়েলের ছবি এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যে তাকে দত্তক নেওয়ার জন্য
পঞ্চাশেরও বেশি আবেদন পড়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন