পুবের কলম ওয়েব ডেস্ক, কলকাতা: মধ্যরাতের নির্জন রাস্তায় বাইক নিয়ে দুঃসাহসিক একটি ছিনতাইয়ের ঘটনার কিনারা করল কলকাতা পুলিশ । ছিনতাইচক্রের তিন পাণ্ডাকেই পুলিশ পাকড়াও করেছে । বাজেয়াপ্ত হয়েছে বাইকটিও । ছিনতাই হওয়া সামগ্রী , নগদ টাকাও তদন্তকারীরা উদ্ধার করেছেন । ঘটনাটি ঘটেছিল গত শনিবার রাত আড়াইটে নাগাদ ।
ওই রাতে ভিনরাজ্যের বাসিন্দা কাজল নারায়ণ সিংহ বন্ধুদের সঙ্গে দেখা করে মানিকতলায় একটি ধাবার সামনে দাঁড়িয়ে হাতে মােবাইল নিয়ে অ্যাপ ক্যাব ধরার জন্য অপেক্ষা করছিলেন । এমন সময় একটি মােটরবাইক কাজলের পাশ দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় । বাইকে পিছনে বসে থাকা দু ' জন তরুণীর মােবাইল ফোনও একটি ব্যাগ নিয়ে চম্পট দেয় । ওই অবস্থায় বাইকটিকে ধরতে চিৎকার চেঁচামেচি করেও কোনও ফল হয়নি । অন্ধকারে ছিনতাইবাজরা মিলিয়ে যায়। শেষপর্যন্ত মানিকতলা থানার পুলিশের দ্বারস্থ হন । কাজলের পরিবার ।
পুলিশ এই অভিযােগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে এবং বাইকের মডেল দেখে ছিনতাইবাজদের চিহ্নিত করে ফেলে । শেষপর্যন্ত মুহাম্মদ জসিম , মুহাম্মদ সুকুর , মুহাম্মদ সনু তিন যুবককে ছিনতাইয়ের অভিযােগে পাকড়াও করে । পুলিশ ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মােবাইল ফোন ও নগদ সাতান্ন হাজার টাকা উদ্ধার করে পুলিশ জানিয়েছে , ধৃতরা প্রত্যেকেই লেকটাউন অঞ্চলের বাসিন্দা । এদিনই ধৃতদের শিয়ালদা আদালতে হাজির করা হয় । পুলিশ ধৃতদের পুরােনাে কোনও অপরাধের সঙ্গে যােগ আছে কিনা এবং কোনও চক্রের সঙ্গে এরা যুক্ত কিনা খতিয়ে দেখার কাজ করছে।
একটি মন্তব্য পোস্ট করুন