পুবের কলম, ওয়েব ডেস্ক: ঠাণ্ডা পানীয় পান করতে আমরা সচরাচর প্লাস্টিকের তৈরি স্ট্র ব্যবহার করতে অভ্যস্ত। তবে ইতালিতে ঠাণ্ডা পানীয় পান করতে এবার অভিনব স্ট্র ব্যবহার করা হচ্ছে। প্লাস্টিকের নয়, সেই স্ট্র তৈরি পাস্তা থেকে। প্লাস্টিকের বিকল্প হিসাবে পরিবেশবান্ধব এই স্ট্র তৈরি করা হচ্ছে পাস্তার অন্যান্য স্বাদেও। ইতালির বহু রেস্তরাঁয় এই স্ট্র ব্যবহার শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে এই সংবাদ প্রকাশের পরেই প্রায় ৭৭ হাজার মানুষ এই উদ্যোগের প্রসংশা করেছেন। ব্রিটেনের বেশ কিছু খাদ্য ও পানীয় কোম্পানি পাস্তা স্ট্র ব্যবহারের কথা ভাবছে। ব্রিটিশ খাদ্য কোম্পানি স্ট্র ডলেশের প্রতিষ্ঠাতা ম্যাক্সিম জেলম্যান বলেছেন, সমগ্র বিশ্বে সাড়া ফেলবে এই পাস্তা স্ট্র।
একটি মন্তব্য পোস্ট করুন