পুবের কলম ওয়েব ডেস্ক : ধর্মান্তরিত হওয়ার পরে তফসিলি জাতির মতো তফসিলি উপজাতিদেরও সংরক্ষণের সুবিধা পাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ঝাড়খণ্ডের বিজেপি এমপি নিশিকান্ত দুবে। লোকসভায় সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘ঝাড়খণ্ডে ১৯৪৭ সালে ২৬ থেকে ২৭ শতাংশ উপজাতি ছিল এবং তাদের মধ্যে মাত্র ৩ শতাংশ খ্রিস্টান ছিল যারা ধর্মান্তরিত হয়েছিলেন। কিন্তু আজ পরিস্থিতি হ'ল ঝাড়খণ্ডের ২৬ শতাংশ উপজাতির মধ্যে প্রায় ২০ শতাংশ আদিবাসী ধর্মান্তরিত হয়েছে এবং তাদের গোটা সংস্কৃতি পরিবর্তিত হয়েছে। ধর্মান্তরকরণ করা লোকেরা তাঁদেরকে আর্থিক, সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে প্রভাবিত করছে। সেজন্য এমন পরিস্থিতিতে, ভারত সরকারের কাছে আমার দাবি, তফশিলি জাতির মতো তফসিলি উপজাতিদেরও ধর্মান্তরের পরে সংরক্ষণের সুবিধা পাওয়া উচিত নয়।’
ঝাড়খণ্ডে আগামী ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৫ দফায় মোট ৮১ আসনে বিধানসভা নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ২৩ ডিসেম্বর। এমন পরিস্থিতিতে বিজেপি সংসদে ধর্মান্তরকরণ ইস্যু উত্থাপন করে নির্বাচনে সুবিধা পাওয়ার চেষ্টা করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
একটি মন্তব্য পোস্ট করুন