করোনা ভাইরাসের জেরে ভারতের পরিবর্তে এবারের আইপিএল আমিরশাহীতে অনুষ্ঠিত হবে।সংক্রমণ রোধে আইপিএলের ম্যাচ দেখতে মাঠে খুব বেশি দর্শকও ঢুকতে দেওয়া হবে না। যার ফলে এবার টিভি দর্শকে আইপিএল রেকর্ড করবে বলে মন্তব্য করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।এক প্রতিক্রিয়ায় সৌরভ বলেন, ‘আইপিএলের টিভি সম্প্রচারকারী সংস্থা আশা করছে, এবার সর্বোচ্চ সংখ্যক মানুষ আইপিএল দেখবেন। করোনার কারণে মাঠে যেতে না পারলেও সকলেই টিভির পর্দায় চোখ রাখবেন।
এতে টেলিভিশনের পর্দায় দর্শকের দিক থেকে আইপিএল রেকর্ড করতে পারে।' করোনার মাঝেও আইপিএল আয়োজন করার ব্যাপারে তিনি আরও বলেন, 'আমরা চাইলে আইপিএল হয়তো আয়োজন করতাম না।কিন্তু মানুষ তো অনেক রকম বিপদ থেকেই ফিরে এসেছে। যুদ্ধ ও দুর্যোগ থেকে ঘুরে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস, এই মহামারি থেকেও সকলে ঘুরে দাঁড়াবে। আমরা আইপিএল আয়োজন করে সবাইকে একটা বার্তা দিতে চেয়েছি যে, সব কিছু স্বাভাবিক হয়ে উঠবে।'
একটি মন্তব্য পোস্ট করুন