পুবের কলম প্রতিবেদক : ইউ এস ওপেনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন অবাছাই জুটি ভারতের রোহন বোপান্না ও কানাডার ডেনিস শাপোভালভ। এদিন তারা হারালেন প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই জার্মান জুটি কেভিন কাউইজ ও আন্দ্রে মিয়েসকে। প্রথম সেট হেরে যাওয়ার পরেও হাল ছাড়েনি ইন্দ-কানাডিয়ান জুটি। এক ঘন্টা ৪৭ মিনিট লড়াইয়ের পরে বোপান্নাদের অনুকূলে ম্যাচের ফল ৪-৬, ৬-৪, ৬-৩। কোয়ার্টার ফাইনালে বোপান্না- ডেনিস জুটি খেলবেন ডাচ - রোমানিয়ান জুটি জিল জুলেন রজার ও হরিয়া টিকাও - এর বিরুদ্ধে।
এদিন শেষ ষোলোর ম্যাচে ফেবারিট হিসেবে শুরু করা জার্মান জুটি বিপক্ষের সার্ভিস ভেঙে প্রথম সেট নিজেদের অনুকূলে করে নেয়। তবে লড়াই থেকে একবারও সরে আসেনি বোপান্না- ডেনিস জুটি। ফলস্বরূপ দ্বিতীয় সেট ৬-৪ জিতে ম্যাচে সমতা আনতে সমর্থ হন তাঁরা। তৃতীয় সেট যতটা হাড্ডাহাড্ডি হবে মনে হয়েছিল,সেটা হতে দেয়নি ইন্দ-কানাডিয়ান জুটি। ৬-৩ সেট ও ম্যাচের ফয়সালা করে দেন তারা।
একটি মন্তব্য পোস্ট করুন