দেবশ্রী মজুমদার, বোলপুর, ১৫ সেপ্টেম্বর: মঙ্গলবার সকালে দুই বন্ধু মিলে প্রাতকৃত্য সারতে যাওয়ার পথে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু এক কিশোরের। জানা গেছে, তারা রাস্তার বাম দিক থেকে ডান দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা।
মৃত কিশোরের নাম সেখ শামিম (১৪)। গুরুতর আহত কিশোরের নাম সেখ নাজমুল (১৫)। উভয়ের বাড়ি বোলপুর থানার রাইপুর সুপুর পঞ্চায়েতের মহিদাপুর। দুজনকে প্রথমে বোলপুর সিয়ান হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। তার পর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্ধমান যাওয়ার পথে তালিতের কাছে মারা যায় সেখ সামিম। সে অষ্টম শ্রেণী অবধি পড়াশোনা করে পড়াশোনা ছেড়ে দেয়। অপর আহত কিশোর সেখ নাজমুলকে দুর্গাপুর গৌরিদেবী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন সে। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীর ছাত্র সে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একটি মন্তব্য পোস্ট করুন