পুবের কলম প্রতিবেদক : এবার করোনার প্রকোপ গিয়ে পড়ল স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে। দলের স্প্যানিশ তারকা স্ট্রাইকার দিয়েগো কোস্তা এবং কলম্বিয়ান ডিফেন্ডার স্যান্টিয়াগো আরিয়াস করোনা আক্রান্ত হয়েছেন বলে ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে।
জানা গিয়েছে, ছুটি কাটানোর সময়ই এই দুই ফুটবলার এই ভাইরাসে আক্রান্ত হন। আপাতত তারা হোম আইসলেশনে আছেন এবং সমস্ত সুরক্ষা বিধি মেনে চলছেন। অ্যাতলেতিকো মাদ্রিদের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, কোস্তা ,আরিয়াস এবং ক্লাবের যে সব ফুটবলাররা এখন জাতীয় দলে রয়েছেন, তারা ছাড়া ক্লাবের সব খেলোয়াড়ের করোনা টেস্ট করা হচ্ছে। এবং কয়ারেন্টইন পর্ব কাটিয়ে উঠে কোস্তা এবং আরিয়াস দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।
একটি মন্তব্য পোস্ট করুন