পুবের কলম, ওয়েব ডেস্ক : ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি ৮৩ হাজার ৮৮৩ টি নয়া সংক্রমণ এবং ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৬৭ হাজার ৩৭৬ জন প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, গতকাল বুধবার ১১ লাখ ৭২ হাজার ১৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। ওইদিন পর্যন্ত মোট ৪ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৩৮০ জনের করোনার নমুনা পরীক্ষা সম্ভব হয়েছে।
সরকারি সূত্রে প্রকাশ, করোনায় হাসপাতাল অথবা হোম আইসোলেশনে থেকে ২৯ লাখ ৭০ হাজার ৪৯২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ৮ লাখ ১৫ হাজার ৫৩৮ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছতে ১১০ দিন সময় লেগেছিল। গত ১৯ মে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১৩৯। যদিও আক্রান্তের সংখ্যা বর্তমানে দ্রুতগতিতে বাড়তে থাকায় মাত্র ২১৭ দিনে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ছাড়িয়েছে। আজ ৩ সেপ্টেম্বর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জনে পৌঁছেছে।
মহারাষ্ট্রে এপর্যন্ত সবচেয়ে বেশি ২৫ হাজার ১৯৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২৯২ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৩ হাজার ৩৩৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে ৫৬ জন করোনা রোগী মারা গেছে। বর্তমানে এখানে চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৪৪৫ সক্রিয় করোনা রোগী।
একটি মন্তব্য পোস্ট করুন