পুবের কলম প্রতিবেদক : সেলফি তুলতে গিয়ে দেহের ভারসাম্য হারিয়ে ২৫০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে প্রাণ হারালেন মহারাষ্ট্রের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার শেখর গাওলি। তিনি মহারাষ্ট্র দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব পালন করছিলেন। রঞ্জিতে তিনি দুটি ম্যাচ খেলেছেন। তাঁর বয়েস হয়েছিল ৪৫ বছর। জানা গিয়েছে, পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
নাসিকের লোগাতপুরি থানার পুলিশ ইন্সপেক্টর শেখরের মৃত্যুর খবর জানিয়ে বলেছেন, "বন্ধুদের সঙ্গে নাসিকের লোগাতপুরিতে পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে ছিলেন শেখর। আমরা এটাকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে করছি। তাঁর সঙ্গীরা জানিয়েছেন, সেলফি তুলতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে গভীর খাদে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নতদন্তের পরে তাঁর দেহ পরিবারের হতে তুলে দেওয়া হবে।" শেখরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।
একটি মন্তব্য পোস্ট করুন