পুবের কলম প্রতিবেদক : আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ অনিল কুম্বলে মনে করছেন অধিনায়ক কে এল রাহুলের নেতৃত্বে দল প্রতিযোগিতায় ভালো ফল করবে। প্রসঙ্গত এবারের আইপিএল শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে।
টুইটারে এক ভিডিও বার্তায় দেশের প্রাক্তন স্পিন মহাতারকা তথা বর্তমানে কিংস ইলেভেন কোচ কুম্বলে দলের ক্যাপ্টেনকে নিয়ে বলেন, " কে এল রাহুল পরিণত এবং রিল্যাক্স। ওকে অনেক দিন ধরে জানি। আন্তর্জাতিক ক্রিকেটে ওর অনেক অভিঞ্জতা রয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবে কাটানোর সুবাদে ও এই টিমকে খুব ভালো করে জানে। বিশেষ করে দলের তরুণ ক্রিকেটারদের। রাহুলই দলের প্রধান খেলোয়াড়। এবং নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। আমি জানি প্রতিযোগিতা নিয়ে সে খুব উত্তেজিত। রাহুল একাধারে দলের মেন ব্যাটসম্যান, উইকেটকিপার এবং সর্বোপরি দলের অধিনায়ক।" কুম্বলের আশা, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে এবার কিংস ইলেভেন যথেষ্ট ভারসাম্য যুক্ত দল, যারা সমর্থকদের প্রত্যাশা পূরণ করার ক্ষমতা ধরে।
প্রসঙ্গত, কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে রাহুল গত মরশুমে মোট ৫৯৩ রান করেছিলেন। যার মধ্যে ছিল একটি শতরান এবং ৬টি অর্ধ শতরান।
একটি মন্তব্য পোস্ট করুন