নতুন টাইটেল স্পন্সর পাচ্ছে সানরাইজার্স হায়দরবাদ। দক্ষিণের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এবার যুক্ত হতে চলেছে ভালভো লাইন প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমেরিকান এই লুব্রিক্যান্টস কোম্পানিটি হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির মূল স্পন্সর হতে চলেছে চলতি আইপিএলেই। ইঞ্জিন অয়েল প্রস্তুতকারক এই সংস্থাটি র সঙ্গে দীর্ঘদিন ধরেই কথা চলছিল সানরাইজার্স হায়দরাবাদের। দক্ষিণের এই দলটির জার্সিতে এবার থাকবে ভালভোলাইনের লোগো। সানরাইজার্সের সিইও জানিয়েছেন,'বিষয়টিতে আমরা খুব আনন্দিত । আইপিএলের আসর শুরু হওয়ার আগেই একটি বিখ্যাত কোম্পানি আমাদের সঙ্গে আসায় আমরা খুব উৎফুল্ল।
একটি মন্তব্য পোস্ট করুন