পুবের কলম ওয়েব ডেস্কঃ মাত্র ২ রানে ইংল্যান্ডের কাছে হারল অস্ট্রেলিয়া। তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম হারল অস্ট্রেলিয়া। অথচ ম্যাচের একটা সময় অজিদের জয় নিশ্চিত ধরে নিয়েছিলেন দর্শকরা। কিন্তু প্রায় জিতে যাওয়া ম্যাচটি হেরে বসলো অ্যারন ফিঞ্চের দল। সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বেয়ারস্টো বেশি রান না করলেও তার আউট হওয়ায় ক্রিজে ডেভিড মালান ও অপর ওপেনার জস বাটলার বাইশ গজে ঝড় তোলেন। বাটলারের ৪৪ ও মালানের ৬৬ রানের োপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে ইংল্যান্ড। অজিদের হয়ে ২ করে উইকেট নেন অ্যাস্টন আগার, কেন রিচার্ডসন ও গ্লেন ম্যাক্সওয়েল। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারেই ৯৮ রান যোগ করেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ৪৬ রানে ফিঞ্চ ফিরলেও বাকি থাকা ৯ ওভারে মাত্র ৬৫ রান প্রয়োজন ছিল তার দলের। তার কিছুক্ষণ পর মাত্র ১৪ বলের মাঝেই চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। সেখান থেকে একাই লড়াই করছিলেন মার্কাস স্টোয়নিস। শেষ বলে ৫ রান প্রয়োজন থাকলেও দুই রানের বেশি নিতে পারেননি তিনি। ফলে ইংল্যান্ড পায় ২ রানের অসাধারণ এক জয়। আদিল রশিদ ও জোফরা আর্চার দুজনেই দুটি করে উইকেট নেন।
একটি মন্তব্য পোস্ট করুন