বর্তমান সময়ে ক্রিকেট বিশ্লেষকরা কিংবদন্তি শচীন তেন্ডুলকরের সঙ্গেই একমাত্র ভারত অধিনায়ক বিরাট কোহলিকে তুলনা করে থাকেন। এরইমধ্যে ৭০টি সেঞ্চুরি করে ফেলেছেন ভারতের বর্তমান এই অধিনায়ক। ফিটনেস ঠিক থাকলে দ্রুত সময়ের মধ্যেই হয়তো শচীনের শততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন কোহলি। যদিও
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকেও এবার ছাড়িয়ে গেলেন পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান মুহাম্মদ হাফিজ। পাক দলের প্রাক্তন অধিনায়ক টি-২০ ক্রিকেটে বিদেশের মাঠে ৯১ ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ১১০ রান সংগ্রহ করেছেন। কোহলির চেয়েও তিনি ৫১ রান বেশি সংগ্রহ করেছেন। বিরাট কোহলি বিদেশের মাঠে মাত্র ৫০ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১ হাজার ৫৯ রান। যদিও টি-২০ ক্রিকেটের ইতিহাসে মাত্র ৮২ ম্যাচে সর্বোচ্চ ২ হাজার ৭৯৪ রান রয়েছে কোহলির নামে। তার চেয়ে ২৬ ম্যাচ বেশি খেলে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৭৭৩ রান সংগ্রহ করেছেন রোহিত শর্মা। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান মার্টিন গুপ্তিল করেছেন ৮৮ ম্যাচে ২ হাজার ৫৩৬ রান। ২ হাজার ৩৩৫ রান নিয়ে চারে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। সেখানে সতীর্থ মুহাম্মদ হাফিজ ২ হাজার ১৪৭ রান করে রয়েছেন সপ্তম স্থানে।
একটি মন্তব্য পোস্ট করুন