পুবের কলম, ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় মোতায়েন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অমৃত ভরদ্বাজ (৫২) নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৫২ বছর বয়সী অমৃত ভরদ্বাজ ৩৩ নম্বর ব্যাটালিয়নে মোতায়েন ছিলেন। রাতের ডিউটি শেষ করে কোটলির পুলিশ কমপ্লেক্সের ব্যারাকে ফিরে আসার কিছুক্ষণ পরে আজ (বুধবার) নিজেকে গুলি করে হত্যা করেন।
ভাদারোয়ার পুলিশ সুপার রাজ সিং গৌরিয়া বলেন, ‘ঘটনাটি আজ সকাল সাড়ে ৭ টার দিকে ঘটে এবং ওই এএসআইকে দ্রুত উপ-জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ভাদরওয়াহ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সুপার জানান, সমস্ত আইনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরে লাশটি সিআরপিএফের কাছে হস্তান্তর করা হয়েছে। তাৎণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। আধিকারিকরা বলেন, অমৃত ভারদ্বাজ অসমের নওগাম জেলার ভরালিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন