মুনমুন সেন, কান্দিঃ আগুনে ভস্মীভূত হল বড়ঞা ব্লক কংগ্রেসের প্রধান দলীয় কার্যালয়।মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বড়ঞা থানার পাঁচথুপিতে। রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির সুযোগে দুস্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক সহ দলের অনুগামীরা। আগুনে ভস্মীভূত হয়েছে কার্যালয়ের সমস্ত প্রয়োজনীয় নথি পত্র। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন নিয়ে বড়ঞা পুলিশের দ্বারস্থ হয়েছে কংগ্রেস নেতৃত্ব। দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বড়ঞা থানায়। প্রতিমা রজক জানিয়েছেন, আমারদের ধরণা ইচ্ছাকৃত ভাবে এই আগুন লাগানো হয়েছে। আমরা চাই অভিযুক্তদের খুঁজে বের করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করুক পুলিশ। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন