পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রতিবারের ন্যায় এবারেও মাদার টেরেজার মৃত্যু
বার্ষিকীতে মাদার টেরেজা হাউসে শ্রদ্ধা জানিয়ে এক ছোট্ট কর্মসূচী পালন করা হল। কোভিডের কারণে যদিও ২৩ বছর ধরে চলে আসা এবারের সর্বজনীন শান্তি র্যালি এবং মাদার টেরেজা হাউসে মুক্ত প্রার্থনা বাতিল করা হয়েছে।কর্মসূচীর পরিচালক এম.এ.আলি জানান " বিভিন্ন
বিশ্বাসের ৮ জন শিশু আজ সকালে প্রাঙ্গনের বাইরে করোনা অতিমারি যাতে শেষ এবং দ্রুত
ভ্যাকসিন যাতে সারাবিশ্ব পায় সে বিষয়ে প্রার্থনা করে।"
একটি মন্তব্য পোস্ট করুন