চেন্নাই, ৪ সেপ্টেম্বর:তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।এখনও পর্যন্ত ন’জনের মৃত্যুর খবর এসেছে। স্থানীয় সূত্রে খবর, চেন্নাই থেকে ১৯০ কিমি দূরে, কুত্তুমান্নারকলি শহরে এই বাজির কারখানা ছিল। বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে কারখানার গোটা বাড়িটা এর ফলে ধুলোয় মিশে গিয়েছে। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার কাজ শুরু করার পাশাপাশি প্রশাসন ও দমকলে খবর দেন। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন।
একটি মন্তব্য পোস্ট করুন