পুবের কলম ওয়েব ডেস্ক: কেরালার মুখ্যমন্ত্রী পি বিজয়ন গতকাল বৃহস্পতিবার কেরলের প্রথম জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে চলেছে বলে টুইট করে জানান । কেরলের সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুর নামেই এই বিশ্ববিদ্যালয় হবে বলে তিনি আরও জানান। অক্টোবরের ২ তারিখ গান্ধী জয়ন্তী তে এই শুভ সূচনা হবে বলে আশাবাদী কেরল সরকার । সিএমও তরফে এও জানানো হয় যে যেকোন বয়সের মানুষ সেখানে পড়াশোনা করতে পারবেন । এছাড়াও বিজয়ন জানান পঠনপাঠন এর জন্য পরীক্ষাগার হিসেবে রাজ্য সরকার পরিচালিত কলেজ গুলোকে ব্যবহার করা হবে ।
একটি মন্তব্য পোস্ট করুন