পুবের কলম ওয়েব ডেস্কঃ মহানগর কলকাতায় অবশেষে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া আগের রুটেই শুধু চলবে মেট্রো। আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো চলছে না। বিমানের ন্যায় বোর্ডিং পাস। অন্তত ছয় ঘণ্টা আগে থেকে টিকিট অনাইনে বুকিং করতে পারবেন। মেট্রোয় উঠতে গেলে প্রতি ঘণ্টায় থাকবে টাইমস্লট। প্রতি মেট্রো স্টেশনে স্যানিটাইজার টানেল থাকবে। স্মার্ট কার্ডের পাশাপাশি কিউ আর কোডের মাধ্যমে যাত্রীরা প্রবেশ করতে পারবেন ।
একটি মন্তব্য পোস্ট করুন