পুবের কলম প্রতিবেদকঃ জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদো সুগা। পার্লামেন্টের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন তিনি। অসুস্থতার কারণে শুক্রবার শিনজো অ্যাবে আচমকা পদত্যাগ করলে তাঁর উত্তরসূরী নিয়ে খোঁজ চলছিল। ক্ষমতাসীন দল লিবারাল ডেমোক্রেটিক পার্টি তাঁকে সর্বসম্মত প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। শিনজোর আরও বছর খানেক মেয়াদ ছিল। সুগাকে শিনজোর ডানহাত বলা হয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিনজোর ভূয়সী প্রশংসা করে বলেছেন যে জাপানের সঙ্গে ভবিষ্যতেও সম্পর্ক মধুর থাকবে। এই সম্পর্ককে শিনজো যে উচ্চতায় নিয়ে গিয়েছেন তা মার্কিনিরা কোনওদিন ভুলবে না।
একটি মন্তব্য পোস্ট করুন