রিয়াদ, ৫ সেপ্টেম্বরঃ মেসেজিং অ্যাপ বা চ্যাট অ্যাপ হোয়াটস অ্যাপের বিকল্প অ্যাপ আনতে চলেছে সউদি আরবের কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। উদ্দেশ্য একটাই। ভার্চয়ুয়াল জগতে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ প্রতিষ্ঠা করা। সউদি আরবের বিভিন্ন গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি সাইট থেকে জানা যায়– নথি– বার্তা ও কথোপকথনের রেকর্ড স্থানান্তরে আরও নিরাপত্তা চাইছে সউদি আরব। তাই হোয়াটসঅ্যাপের আদলেই বিকল্প বাণিজ্যিক অ্যাপ বানাচ্ছেন তারা। এ বিষয়ে কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনলোজির পরিচালক বাসিল আল-ওমির জানান– এক বছরের মধ্যে অ্যাপটি মার্কেটে আনার চেষ্টা করছি। আমাদের দেশে যত অ্যাপ সবগুলোই বাইরের সার্ভারে যুক্ত– এগুলোর নিয়ন্ত্রণও বিদেশী প্রতিষ্ঠানের হাতে। এটা দেশের জন্য সমস্যা।’ সউদি আরবে তৈরি অ্যাপ আরও নিরাপদ হবে উল্লেূ করে বলেন– সউদির নিজস্ব জনবল ও প্রযুক্তি বিসেষজ্ঞাদের দিয়ে অ্যাপটি তৈরি হচ্ছে। এতে নাগরিকদের কোনও বিপদ হবে না। প্রথমে দেশের বিভিন্ন কোম্পানির জন্য অ্যাপটি চালু করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন