পুবের কলম ওয়েব ডেস্কঃ নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস ড্র স্পেন ও জার্মানির। স্টুটগার্টে এই ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া করল জার্মানি। পুরো প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের কিছুক্ষণের মধ্যেই টিমো ওয়ার্নারের গোলে এগিয়ে যায় জোয়াকিম লোয়ের জার্মানি। দুই স্ট্রাইকারে জার্মানি কার্যত নাভিশ্বাস তুলে দিয়েছিল স্পেনের। কিন্তু জয় যেন জার্মানির কপালে ছিল না। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে স্প্যানিশ ডিফেন্ডার হোসে লুইস গয়ার গোলে মান বাঁচল স্পেনের। অ্যাওয়ে গোলের সুবাদে নিজেদের প্রথম ম্যাচ ড্র করে জার্মানির ওপরেই রইল স্পেন। এই গ্র&পে একমাত্র জয়ী দল এখনও পর্যন্ত ইউক্রেন।
একটি মন্তব্য পোস্ট করুন