পুবের কলম ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ রাখি বন্ধন উৎসবের প্রাক্কালে এক বার্তায় বলেছেন, “রাখি বন্ধনের পবিত্র মুহূর্তে আমি আমার সমস্ত সহ-নাগরিকবৃন্দকে ঊষ্ণ শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।রাখি হ’ল ভালোবাসা, করুণা এবং আস্থার বন্ধনের এমন এক পবিত্র সুতো, যা বোনেরা ভাইদের হাতে পরিয়ে দেন। সবদিক থেকেই অভিনব এই উৎসব মহিলাদের স্বার্থ সুরক্ষা ও তাঁদের কল্যাণে কাজ করতে আমাদের ইচ্ছাশক্তিকে আরও মজবুত করে।আসুন, এই দিনে আমরা সকলে মহিলাদের সম্মান ও মর্যাদা রক্ষায় শপথ নিই, যাতে তাঁরা দেশ ও সমাজের কল্যাণে আরও বেশি অবদান রাখতে পারেন”।
একটি মন্তব্য পোস্ট করুন