নয়াদিল্লি, ২০ অক্টোবরঃ করোনাকালে দশহরা, দেওয়ালি এবং ছটপুজো উপলক্ষে আজ থেকে ভারতীয় রেল স্পেশাল ট্রেন পরিষেবা শুরু করল। আজ ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৩৯২টি ফেস্টিভ্যাল স্পেশাল পরিষেবা শুরু হল। কয়েকদিন আগেই রেল ঘোষণা করে, উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন চালানো হবে। অর্থাৎ নিয়মিত পরিষেবা বাদে অতিরিক্ত ৩৯২টি ট্রেন চলবে।
তবে কোভিড পরিস্থিতিতে যাত্রারক্ষেত্রে রেল কয়েকটি শর্ত রেখেছে। ট্রেনে মাস্ক না পড়লে, সামাজিক দূরত্ব না মানলে যাত্রীদের বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। আরপিএফের নির্দেশ অনুসারে, কোভিড সংক্রমণকালে ট্রেন যাত্রা করার সময় মাস্ক না পড়লে বা সামাজিক দূরত্ব না মানলে জরিমানা এবং জেল দুইই হতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন