শনিবার দিল্লি ক্যাপিটালসর বিপক্ষে ম্যাচে বিশাল ছক্কা হাঁকিয়েছে রবীন্দ্র জাদেজা। বল চলে যায় একেবারে স্টেডিয়ামের বাইরে। এরপরই যা ঘটে তা দেখে সবাই হাসাহাসি করছে। ১৮ ওভারে তুষার দেশপান্ডের বলে জাদেজা ডিপ স্কোয়ার লেগে ছক্কা মারেন। যে বল শারজাহ স্টেডিয়ামের বাইরে উড়ে গিয়ে একেবারে রাস্তায় ওপর পড়ে। একেবারে ব্যস্ত রাস্তার মাঝে। সেই সময় এক ব্যক্তি দৌড়ে এসে রাস্তার মাঝখান থেকে ওই বল তুলে নিয়ে পালিয়ে যায়। নিজের কাছে সেই বল রেখে দেওয়ার জন্য।
স্ক্রিনে দেখা যায়, জাদেজার সেই ছক্কাটি ছিল ৭৯ মিটারের। আর টিভি ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। ওই ম্যাচে অবশ্য চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৭৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের সেঞ্চুরির ওপর ভর করে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।
একটি মন্তব্য পোস্ট করুন