দেবশ্রী মজুমদার, মিরাটি: হিন্দু শাস্ত্রাচার অনুযায়ী ৪৫ দিনের মাথায় সপিণ্ডকরণ ও বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মিরাটি বাড়িতে। আজ থেকে ঠিক ৪৫ দিন আগে দিল্লিতে দেহ রাখেন প্রণব মুখোপাধ্যায়। সেখানেই তাঁর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু কোভিড ও লক ডাউনের পরিস্থিতিতে সেখানে অনেকেই উপস্থিত থাকতে পারেন নি।
সে কথা মাথায় রেখে এই পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় মিরাটিতে, বলে জানান প্রনব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। একান্ত ভাবে এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই সমস্ত ব্যাক্তিরা, যাদের সঙ্গে মুখার্জি পরিবারের ব্যক্তিগত যোগাযোগ আছে। এদিনের অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্র নাথ সিনহা, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা, কংগ্রেস বিধায়ক তথা বীর ভূম জেলা সভাপতি মিল্টন রসিদ প্রমুখ ব্যক্তিরা।
একটি মন্তব্য পোস্ট করুন