পুবের কলম প্রতিবেদকঃ সংকটজনক হলেও স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়। আশার খবর হল, এদিন তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনি অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছেন। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকালে তাঁর কোভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। শরীরে অন্যান্য সংক্রমণের মাত্রা বুঝতে নেওয়া হয়েছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। প্রবীণ অভিনেতার রক্তচাপ, হৃৎস্পন্দন স্বাভাবিক। গত কয়েকদিন ধরে শরীরে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, সোডিয়ামের সমস্যা ছিল। এ দিন ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে এলেও সোডিয়ামের মাত্রা এখনও বেশি রয়েছে।
মঙ্গলবার রাতে ভালো ঘুম হয়েছে সৌমিত্রর। বুধবার তাঁর কোভিড টেস্ট করা হয়। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সবথেকে বড় কথা এখন আর ভেন্টিলেশনে রাখা হচ্ছে না সৌমিত্রকে। চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কিছুটা হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র। উল্লেখ্য, গত এক সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিডে আক্রান্ত হওয়ার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তবে গত শুক্রবার থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। এখনও পর্যন্ত দু’বার প্লাজমা থেরাপি হয়েছে তাঁর। নতুন করে আর প্লাজমা দেওয়া হচ্ছে না।
একটি মন্তব্য পোস্ট করুন