নিজস্ব প্রতিবেদক, মোথাবাড়ি: মঙ্গলবার মালদা জেলার মানিকচক ব্লকের কমিউনিটি হলে মালদা প্রেস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করোনার আবহে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের কিশোর-কিশোরীদের আসন্ন দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। আহারের ব্যবস্থা করা হয়। এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি শ্রী গৌরচন্দ্র মণ্ডল। এছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের বি.এম.ও.এইচ, মানিকচক থানার ও.সি, সংগঠনের কর্মকর্তা সদস্যসহ অনেকে।
গৌর বাবু নিজের হাতে দুঃস্থ শিশুদের হাতে বস্ত্র তুলে দেন। করোনার আবহে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের শিশু ও কিশোর-কিশোরীদের খাওয়ানোর ব্যবস্থাও করা হয়। সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল বলেন, সামনে রয়েছে বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপূজা। করোনা পরিস্থিতিতে এ বছরের দূর্গা উৎসব একটু অন্যধরনের। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সকল পুজো কমিটিকে যথেষ্ট সহযোগিতা করেছেন । করোনা আবহে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে যাতে এবারের দুর্গাপুজো সকলেই উপভোগ করেন তিনি সেই বার্তাই আপামর জনগণের নিকট রেখেছেন। সকলের পূজো ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন